তোমায় নিয়ে আজ প্রথম স্মৃতির চরন পরছে মনে বারংবার,
তোমার প্রতিটি কথায় ফুটত আমার হৃদয়ের অবর্ণনীয়  শব্দের চরন,
তোমার  উঞ্চ পরশের ছোয়ায় আমার ব্যাকুল মন শান্ত হতো,
তোমায় নিয়ে হাজারও চরন পঙ্খি লিখার প্রহর গুনতাম!
তোমার মাঝে বিছিয়ে দিতাম আনন্দ ঘন মিলনের সম্ভাষন ;
তোমায় নিয়ে ঘিরে থাকত হাসি -কান্না কখনও
তোমার তরে লিখত কত না বলা কথা,
কখনও বা জীবনের শ্রেষ্ঠ দুই লাইন বাক্য!
তোমার তরে সপতো বেদনার কারো বাদল!
কখনও বা প্রেমের মৃদুলা বাতাসের প্রেমওকাথা ! ;
যে কাথায় কিছু হারানো, কিছু ফিরে আশার আকুলতায় ভরা তোমার কাছে করত সমাপর্ণ ।
কতো কবি তার লুকিয়ে থাকা কথামালার স্বপ্নে সাজাতো তাদের মনের আঙ্গিনায় !!
বৃষ্টি প্রথম বিন্দু তোমায় নিয়ে লিখতে বসত
ফুলের প্রথম সুভাস ছড়াতে আসত তোমার ঘরের আঙ্গিনায়,
তোমায় সাথে নিয়ে সূর্যের প্রথম কিরন থেকে জোৎস্না রাতের একলা পথ চলা হতো !
বারবার তোমারই তরে  ছুটে চলে আসা
তোমারই তৃপ্ততায় তৃপ্ততায় আজ হয়েছে অতৃপ্ত!
শুধু তোমারই_____শুধু কবিতার জন্যই সর্বশেষ আহরন।।