তোমার পথ পানে চাহিয়া থাকিয়া দিনরজনী আমার কাটিতো,
আমি বেলা শেষে বসিতাম ঐ নদীর তীরের ও পাড়ে;
স্তব্ধতা ঘিরে থাকিত চারিপাশ,
হাওয়া-বাতাস কি এক সুরভী গন্ধে মেতে উঠত
তুমি আসিতে আমার মনের ও গহীনে।
বেজে উঠত প্রেমের ও গীত,
এই অপূর্ন হৃদয়ের মাঝে!!
তোমার সে প্রতিচ্ছবি যেনো অপরুপ মাধবী ছোয়া!!
হালকা কাজলে অপলক চাহনি দৃষ্টি কাঁড়ে ঘুমন্ত হৃদয়ের।
কোমল সে মুখের মায়া ব্যাকুলতায় আকড়ে থাকে
অপেক্ষার প্রহরে!!
ঠোটের কোণ ঘেষে হাসির শব্দে ক্লান্ত মন জেগে উঠে তোমার তরে।
তোমার হাতের ও সে সুরীলি মাধবীকঙ্কণ মেতে উঠে যখন তার হৃদয়স্পর্শ ধ্বনিতে, ;
এ দেহের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গে বেজে উঠে সে সুরের গুনঞ্জন।
প্রতিটি শিরায় ঠান্ডা হিমেল স্রোত বহে তোমার ও সে মাধবীকঙ্কণে ।।