আদর করে রেখেছিলো প্রিয়জন মিষ্টি একটি নাম
আজ তা পরিবর্তন হয়ে হলো পথ মানুষ নাম।
ছিলো না কোন প্রকারভেদ মানুষের,,
আজ তা হলো নানা নামের নানা রংয়ের মানুষ;
আমি ও ছিলাম রক্তে মাংসে গড়া মানুষ!
কিন্তুু ইট-পাথরে গড়া এ সমাজ বানালো আমায় পথ মানুষ!
আলাদা করে দিলো আমায় তোদের গড়া নিয়মে;
তোদের তৈরি রীতিনীতি বানালো আমায় অন্য মানুষ,
নোংরা বলে দিয়েছিস ঠেলে উঠাসনি তোদের ঘরে!!
পথে শুয়ে থাকলে পরে ছোটলোক বলে উঠতি ডেকে,
খেতে চাইলে ভাগিয়ে দিতিস দূর দূর করে
ফেলে দিতিস বস্তা ভরে ডাস্টবিনের থলে!"
সেখান থেকে টুকিয়ে খেলে নোংরা চোখে থাকতি চেয়ে,,
পাশে থাকতে চাইলে তবে দূরের রাস্তা দেখিয়ে দিতিস
আসতো নাকি আমার থেকে আবর্জনার গন্ধ ভরা!!
তাইতো দেখলে আমায় হাতটি ধরে না রেখে নাকটি চেপে ধরতি!!
আমরা নাকি দেশের বোঝা! "
মরিস ও না বলে উঠতি হেয়ালি ভরা কন্ঠ নিয়ে।
এখন তোদের দেওয়া পথ মানুষ পরিচয় নাম নিয়ে
চলছে জীবন___হয়ত চলে যাবে শেষ জীবন।।