আমি নয় কোন প্রতিবাদী, নই কোন প্রতিবাদ মুখর
পিচ ঢালা পথে যেদিন পিছে পড়ে ছিলাম করি নাই কোন প্রতিবাদী,
জিজ্ঞেস করি নাই পড়ে থাকার কারন??
নিজের মুখের খাবার ছিনিয়ে নিয়ে ছিল করি নাই কোন প্রতিবাদী,
বলি নাই আমার খাবার কেনো নিয়ে ছিল কেড়ে??
রোজ রোজ অপমানে জর্জরিত করে ছিলো যখন করি নাই প্রতিবাদ,
চুপচাপ মুখ বুঝে ছিলাম জিজ্ঞেস করি নাই কি ছিল আমার অপরাধ।??
আমার আত্নসম্মাণ কে বার বার নিলজ্জার মতো তোলে দিয়েছে সবার সামনে করি নাই প্রতিবাদ,
জিজ্ঞেস করা হয় নি কোন অধিকারে আমার সস্মান কে তোলে ধরেছে???
চোখের অশ্রু রক্তাক্ত অশ্রু তে পরিনত হয়েছে করি নাই প্রতিবাদ,
করি না কেনো আমার অশ্রু আজ মাঠিতে পতিত হলো??
কেনোই বা এতো অত্যাচার, কিসের জন্যই বা নিমর্ম পরিহাস আমার উপর??
করি নাই প্রতিবাদ!! তাই বলে আমি ভীতু না,,
আমার ও জোর আছে যেদিন হবে এ জোরের শুরু সেদিন থাকিবে না আর তোমাদের মতো শাসক।