নাম লোকে বলে কত কিছু
দেশীয় টা যায়ই হোক
জেনে কি হবে??
ঠিকানা আমার রাস্তায়
দিয়েছে ভাগ করে ;
পিচ ঢালা পথে শুয়ে থাকি
নাহ মনের সুখে নয়!!
এই তো আমার আসল বসতি
জায়গা দিয়েছে বেছে অতি ভদ্র মানব সমাজ;
নাহ লাগে সুখ নাহ লাগে দুঃখ!
কোনটাই উপলব্ধি করার নাই নাকি মন,
বলে উচু উচু অট্টোলিকার মানবদল ।
আমার জন্ম নাকি রাস্তায়
কীটের মতো নোংরায় আমার জীবন
তাই তো ঘরে তোলে নাহ কেউ;
দেখলে নাকে দেয় কাপড়
পচা গন্ধ আসে দেহ থেকে
দু লাইন মুখ দিয়ে বলে যায় যে চলে
বুঝি নাহ ফ্যালফ্যাল চোখে থাকি চেয়ে
আমি যে বোকা বুঝি নাহ লেটুস ইংরেজী
আমি যে এক মূর্খ গাওয়া ভূত
দিনের বেলায় ও নাকি মাঠির দেহ
পরে নাহ চোখে !!!
ঠিকানাটা তবে লিখে নেও
আমার বসতি ঐ রাস্তায় !!