সময় যাচ্ছে কমে
বয়স যাচ্ছে বেড়ে
একটুকুও না থেমে ।
সূর্য ডোবে সময়ে
সময়ে অন্ধকার নামে।

বয়ে চলে দিন
স্মৃতিতে পলি জমে
হাঁটতে হয় আগের মতো
শুধু এগিয়ে যাওয়ার টানে।

অনেক পেলাম - হারালাম
বদলে গেল কত,
ভাবনারা একই আছে
সেই শত শত।

বদলেছে শখ
পালিয়ে ওড়ার নেশা
এখন আছি বন্দী হয়ে
আঁকড়ে আছি পেশা।

চেনা কত অজানা ছিল
চেনা হল আজ
শিখে গেছি,সব চেনা,চেনা নয়
সময়ে জানা হয়।

একা এখন পথে হাঁটি
ভয় লাগেনা আর
সদায় তবু ভয়ে থাকি
আমিই হয়নি তো ভয় তার।

বাড়ছে বয়স
সময় যাচ্ছে কমে,
স্মৃতির পাতায় জমছে স্মৃতি
ভুলছি অনেক
মনে-আনমনে।

বন্ধু আসে মুঠো ফোনে
আড্ডা হলেও
কেউ রাখে না হাত হাতে
ভার্চুয়াল দুনিয়াতে সবই হয়
ভাবনা কিংবা ফোনের সাথে।

তবু অটুট লিখছে কলম
জমছে আশা নতুন নতুন রূপে
বদলে যাচ্ছে অনেক কিছু
একই আছি ভালবাসার বুকে।


নির্ঝর
২৮-১২-২০১৭