আমার বসার চেয়ারের পিছনের দেওয়ালে
একটা আলো লাগাবার পরই দেখি
আমার পায়ের কাছে বাঁ দিকে
চেয়ারটার ছায়া মাটিতে শুয়ে আছে।
আমি লিখি, লিখিনা
ভাবি, ভাবিনা ; দেখি, দেখিনা
ছায়াটা নট নড়ন, নট চড়ন
আমার পা লেপ্টে শুয়ে আছে,
আমার অবাক লাগে
যার ঘাড়ে চেপে আছি
তারই একটা প্রলম্বিত ছায়া
আমার পা লেপ্টে শুয়ে আছে
ভারবাহির ছায়াকেও বইতে হয় ভার ?
পিছনে আলোর এ কি পরাক্রম ?
ছায়াটাকে নিয়ে আমার খেলতে ইচ্ছে হয়
চেয়ারটাকে বাঁ দিকে ঘোরাই
ছায়াটা ছোট হতে হতে মিলিয়ে যায়
ছায়াটা কোথায় গেল ভাবি
তবে কি পা বেয়ে বেয়ে
আমারই ভিতরে সেঁধিয়ে গেল ?
তবে কি আমাকেই ভিতর থেকে খেয়ে নেবে ছায়া ?
উত্তেজনায় উঠে দাঁড়াই
নিশ্চিন্ত হয়ে দেখি
আমারই প্রলম্বিত ছায়ার পাশে
লেপ্টে দাঁড়িয়ে আছে চেয়ারটার ছায়া
আবার গিয়ে চেয়ারে বসি
আমার ছায়াটা ঢুকে পড়ে চেয়ারের অন্ত:পুরে
চেয়ারের ছায়া আমার ভেতর থেকে
বেরিয়ে আবার আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে
পিছনের আলোটাকে মনে মনে ধন্যবাদ দিই