কিরে কি খবর ? কেমন আছিস ?
বাব্বা, তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস !
একিরে, চুল তো সব পেকে গেল, রঙ করিসনি কেন ?
ওমা, মাসীমা মারা গেছেন ? কবে ?
একটা ফোন তো করতে পারিস!
ছেলে কি করছে ? আসেনি কেন ?
তোকে তো রোগা রোগা লাগছে,
শরীর ঠিক আছে তো?
সেই রাঙা পিসির মেয়ের বিয়েতে দেখা,
কততো দিন পর।
কিরে তোর মেয়ে বিয়ে করবে না ?
আমাকে নেমন্তন্ন করতে ভুলিস না যেন।


ভালোবাসার, ভালো লাগার মানুষগুলোকে
এত দুঃখ দিলাম কবে ?
এত অভিমান জমা হয়েছে আমায় ঘিরে?
এত প্রশ্নের উত্তর দিতে না পেরে
কোথায় লুকিয়ে ছিলাম আমি ?


আমাদের চারপাশে জন সমুদ্র
তবু সবাই হালভাঙা নাবিকের মতো
এক লবঙ্গ বনের সন্ধানে হাবুডুবু খায়
পাখির নীড়ের মতো চোখ তুলে
কেউ এসে বলেনা,
এতদিন কোথায় ছিলেন ?


ইতিমধ্যে কখন চুলে পাক ধরে
মা চলে যায়, না ফেরার দেশে
শরীরে থাবা বসায় বয়স
রাঙা পিসির মেয়ের বিয়েকে পিছনে ফেলে
অনেক দুরে চলে যায় সময়


তবুও দেখা হয় কোথাও না কোথাও
ভালোবাসার ভালো লাগার কিছু মানুষের সাথে