বাচ্চা লোগ তালি বাজাও


Anticipatory obedience is a political tragedy.
---- Timothy Schneider


কাঙ্খিত পরপারের সরু সুতোর সেতু
নিজে পেরোতে না পেরে
একটা নেংটি ইঁদুরকে দিয়েছি পথ ছেড়ে।
সে বেটা দুলতে দুলতে মাঝপথে ভয়ে
যেই না যাচ্ছে পড়ে,
নিচের দিকে তাকিয়ে দেখে---
অনেক আগে থেকেই
সুরক্ষা জাল পেতে
"বাচ্চা লোগ তালি বাজাও,
এ মাদারি কা খেলা আছে "
ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করছি আমি ।
আমার পাশে ধীরে ধীরে জুটে যাচ্ছে
অগণিত আমির দল যারা প্রাণ পনে
হাততালিত মুখর করতে থাকে চারপাশ ।
এর পরে ইঁদুরটা সাহসের মগডালে চড়ে
প্রথমে হেগে দেয় আমার মুখে
সেই দেখে উপস্থিত সন্ত্রস্ত আমির দল
দুহাতের ক্ষুদ্র পরিসরে ঢাকতে থাকে
আপন আপন মস্তিষ্ক সবার ।
উল্লোসিত নেংটিবাবা
অগণিত নিঃসমস্তিস্কের ধরে থাকা সুরক্ষা জাল
বিস্তারিত পরখ করে
কখনো ছোঁড়ে থুতু
কখনো করে হিসি
আগে থেকে হিসেবে করে
হাতে হাতে এগিয়ে দিই তার
পরবর্তী অনাচার
স্বৈরাচারের নির্ভয়-কবচকুন্ডল ।