বিপ্লব, তুই তো আমার বেকার ছেলে
আমারই হোটেলে বসে খাচ্ছিস, পরছিস
আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিস
অথচ কত স্বপ্ন ছিল
তুই আমাকে মুক্তি দিবি
কত কষ্ট করে ধার কর্জ করে
তোকে লালন পালন করলাম
শেষ কালে কিনা তুইই আমাকে
ছুঁড়ে ফেলে দিলি আস্তাকুঁড়ে
আমাকে বলিস পাতি বুর্জোয়া
প্রতিক্রিয়াশীল, এলিট,
উপর থেকে চাপিয়ে দেওয়া ইতিহাসের ধারক- বাহক !
বিপ্লব, তুই বিশ্বাস কর
আমি আজও তোকে ভালোবাসি
মন প্রাণ দিয়ে চাই
তুই নিজের পায়ে দাঁড়া,
মানুষের মত মানুষ হ
আমার মনের মতো হ
তুই যদি চাস
আমি আবার এই শেষ বয়সে ধার কর্জ করে
তোকে ভর্তি করে দিতে পারি
এম বি এ কিংবা অন্য কোনো কোর্সে
পাশ করার আগেই ক্যাম্পাস থেকে চাকরি বাঁধা
কেন আমার কথা শুনছিস না ?