বৃহন্নলার ভ্যালেনটাইন


সে আসে
এঁকে বেঁকে সাপের মতো
দুহাতে তালি বাজাতে বাজাতে
চোখে এক ধাবড়া দুঃখের কাজল
রাতের অন্ধকারে
বাইপাশের টোল গেটের ধারে
সারি সারি অপেক্ষমান গাড়ি
সে একের পর এক পেরিয়ে যায় অবলীলায়
তার ভয় করেনা
প্রতিটি দিন তার ভ্যালেনটাইনস ডে
সে তালি দেয়
ঘুরে ঘুরে নাচে
গাড়ির লাল আলোয়
তার শরীরে জেগে ওঠে নাচ
তার গভীর নাভি
বুকে ব্যর্থতা ভরা দুটি উগ্র ঢিপি
সে নাচে---
ইনফ্রা রেড আলোয়
যেন কোন ডার্করূমে
ফুটে ওঠে
নেগেটিভ জীবনের গভীরতর নেগেটিভ ছবি
সে নাচে
নাচতে নাচতে তালি দিতে দিতে
পেরিয়ে যায় একটার পর একটা
ভ্যলেনটাইনের মিছিল
তার ভয় করে না