চাঁদের থেকে জ্যোৎস্না
এবং সূর্য থেকে কিরণ কিনলে
অতি অবশ্য অন্ধকারটা ফ্রী


ধুলো ওড়া কোনো সন্ধ্যা
আর বায়ব্য কোণে মোষের মতো মেঘ
এ দুটো কিনলে
হুড়মুড়িয়ে এক ঝলক
ঠান্ডা বৃষ্টি ফ্রী


যদি কোনো উজ্জ্বল দিন আসে
সঙ্গে কিছু উচ্ছল সঙ্গ মুহূর্ত
তবে অবশ্যই একটি অতন্দ্র রাত্রি ফ্রী


প্রেয়সীর চোখ থেকে মুগ্ধতা কিনে আনি যদি
বাজার থেকে ক্যানভাস, তেল, তুলি, রং
সঙ্গে অবশ্যই শিল্পীর ব্যর্থতা ফ্রী


প্রিয় কবির কবিতা থেকে
কেনো যদি কাব্য অভিলাষ
অভিধান থেকে কিছু শব্দ নির্বাচিত
তবে অবশ্যই একটি আপাঠ্য কবিতা লেখা ফ্রী


প্রাণায়মে নিজের মধ্যে যদি জাগে প্রশান্তি
আস্বাদিত হয় পরম ব্রহ্ম অনশ্বর
তবে অবশ্যই কোটি মানুষের ক্রন্দন
না শুনতে পাওয়ার বধিরতা ফ্রী


জীবন থেকে কিনি একটু জীবন
মরণ থেকেও কিনি একটু মরণ
মধ্যিখানে তাই পেয়ে যাই ফ্রী
ঐ যে কি যেন বলে একটু খানি বাঁচন