চোখের মধ্যে বয়স জমলে
কাছের মানুষ ঝাপসা ঝাপসা
দুরের মানুষ স্পষ্ট,
(আহা এই না হলে সুভাষ মুখুজ্যে ! )
চোখ থেকে সেসব ধুলো বালি ঝাড়তে গেলে
তিন রকমের প্যাকেজ আছে---
ইন্ডিয়ান, ইউরোপীয়ান আর আমেরিকান।
সবচেয়ে বেস্ট প্যাকেজ হলো আমেরিকান
আমৃত্যু আপনার আমেরিকান সব স্বপ্ম পূরণের গ্যারান্টি দেওয়া হয়,
খরচ মাত্র বাইশ হাজার।
লেসার গানের সাহায্যে
নিখুঁত তাক করে চোখের মধ্যে
ছোঁড়া হবে একটি আমেরিকান লেন্স
ব্যাস কেল্লা ফতে।
যদি আপনি অতদূর দৌড়তে না পারেন
তবে নিদেন পক্ষে ইউরোপটা চেষ্টা করতে পারেন,
যারা কালো বলে সারা জীবন দুঃখ পেয়ে এসেছে
তাদের জন্য বিশেষ ভাবে সুপারিশ করা হয়।
নিজেকে ফর্সা, অন্যকে কালো দেখার
গ্যারান্টি দেওয়া হয়।
খরচ মাত্র পনেরো।
নেহাতই যদি তাও না পারেন
তবে আবার ভারতকেই দেখতে হবে
তবে সেখানেও কিন্তু
" দেখলে হবে খরচা আছে। "
ভারত দর্শন বারো হাজার।
ধুলো বালি কিন্তু ঝাড়তেই হবে।
পছন্দ এখন আপনার।