ছোট্ট বাকশোটা


মূল্ রচনা : ভাস্কো পোপা
রূপান্তর: নির্ঝর মুখোপাধ্যায়


ছোট্ট বাকশোটার দুধের দাঁত উঠল
তারপর একটু খানি লম্বা
একটু খানি চওড়া, একটু খানি ফাঁপা
সবই যা যা হবার
একটু একটু হলো


ছোট্ট বাকশোটা বেশ বেড়ে উঠছে
যে আলমারিটায় থাকত সে
এখন সেই আলমারিটাই
তার পেটের ভেতর


বাকশোটা বেড়ে উঠছে, বেড়ে উঠছে, বেড়ে উঠছে
এখন তার মধ্যে
ঘর এবং বাড়ি এবং শহর এবং দেশ
এবং  যে দুনিয়ায় সে ছিল
সেই দুনিয়াটা


ছোট্ট বাকশোটার ছোটবেলার কথা মনে পড়ে
ছোটবেলার জন্য ভীষণ ভীষণ মন কেমন করে
তাই আবার সে ছোট্ট হয়ে গেল


এখন ছোট্ট বাকশোটা
তার মধ্যে গোটা একটা ছোট্ট পৃথিবী
তোমরা খুব সহজেই তাকে
পকেটে রাখতে পারো
সেটা খুব সহজেই হারিয়ে যেতে পারে
খুব সহজেই চুরি যেতে পারে


ছোট্ট বাকশোটাকে খুব যত্ন কোরে রেখো কিন্তু


(ভাস্কো পোপা (১৯২২-১৯৯১) একজন বিশ্বখ্যাত সর্বিয়ান কবি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা থেকে শুরু করে দর্শনের অধ্যাপনা, কবিতা লেখা ইত্যাদি বিচিত্র কর্মকান্ডে ব্যাপৃত থেকেছেন।সিম্বলিজম, সুররিয়ালিজম,ফোকলোর আর কঠিন বাস্তব জগৎ মিশিয়ে তৈরী তাঁর কবিতার বিচিত্র জগৎ। আর এক প্রসিদ্ধ কবি টেড হিউজেস মন্তব্য করেছেন, কর্দমাক্ত ঘোলা জলের নিচে থিতিয়ে পড়া আশ্চর্য সুন্দর কোনো মণি মানিক্যের সন্ধান করে তাঁর কবিতা। )