কাল যখন গোটা একটা বছর
সুখে দুঃখে আমাদের সঙ্গে কাটিয়ে  
বাড়ি ফিরে গেল
তখন দশদিকের দশ পাহাড় চুড়া থেকে
দশজন বয়স্ক কিশোর
গুটি গুটি পায়ে তাদের পুরোনো বাসা থেকে
নেমে এসে একটা নীল হ্রদের ধারে
মিলিত হয়ে একে অপরকে
আলিঙ্গন করে জিজ্ঞাসা করল ,
কেমন আছিস ?
আহা, এমন করে কেউ তো জানতে চায়না
আমরা সকলে কে কেমন আছি!
পূর্ব দিক থেকে স্বরূপ
পশ্চিম থেকে অরুণ
উত্তর থেকে অভিজিৎ
দক্ষিণ থেকে কার্তিক
ঈশ্বান থেকে অপূর্ব
বায়ু কোণ থেকে বিশ্বনাথ
অগ্নি থেকে পিনাকি
নৈঋত থেকে সুমিত
উর্দ্ধ থেকে গৌতম
অধঃ থেকে আমি
সকলে পোস্ট কার্ডে ফুটো করে
প্রমাণ করল,আলো সরল রেখায় চলে,
আমাদের এইচ এসের
ইংরেজী খাতাগুলো আসলে হারিয়ে গিয়েছিল,
টাটা মেমরিয়ালের ডাক্তাররা
কলকাতার ডাক্তারদের থেকে
হাজার গুণ ভালো,
তিন তিনটে স্বপ্ন সত্যি মানে
মানুষের জীবনের সব ঘটনাই
আসলে আগেই ঘটে গেছে।
পদার্থ থেকে দর্শনের
নানান উপপাদ্যের ভ্রমণ শেষে
আবার উঠে দাঁড়ায়
দশজন বয়স্ক কিশোর
ফিরে যেতে হবে নিজস্ব ডেরায়
সবাই আর একবার
পরস্পরকে আলিঙ্গন করে বলে,
ভালো থাকিস!
আহা, এমন করে কেউ তো বলেনা
ভালো থাকার কথা।
ওদিকে বদলির ডিউটিতে এসে গেছে
নতুন একটা বছর
দশ দিগন্ত থেকে প্রতিধ্বনিত হয়—
শুভ নববর্ষ !!!