একা এবং অদ্বিতীয় ঈশ্বর


যাঁরা ভগবান আর মানুষের মধ্যে
ভগবানকে বেছে নেন
তাঁরা যতই ঈশ্বরের নিকটবর্তী হন
ততই তাঁদের গা থেকে চন্দনের সুগন্ধ বেরোতে থাকে
ওদিকে তখনো যাঁরা মানুষ কিংবা অমানুষ
তাদের গা থেকে ঘামের গন্ধ....
ঈশ্বর কি ঘামের গন্ধ পছন্দ করেন ?
ঈশ্বরকে দর্শন করতে পারলে
সেই চোখ তখন পদ্মের পাপড়ি
সেই চোখ কি দেখতে পায়
কোনো মধুমাসে
কিভাবে  কারোর চোখে  জেগে ওঠে  সর্বনাশ ?
ভগবানকে ভালোবাসলে
তিনিও পরিবর্তে ফিরিয়ে দেন প্রেম
সেই ঐশ্বরিক প্রেম কি পারে
কোনো কাঙ্ক্ষিত  মানুষী  প্রেমের জন্য
নিজেকে ছিন্ন ভিন্ন করে দিতে ?
মানুষ তো চেষ্টা করতেই পারে
সারাটা জীবন ধরে
ঈশ্বরের পায়ে ধরে সাধ্য সাধনা,
ঈশ্বর কি পারেন একটা দিনের তরে
মানুষের পায়ে ধরে বলতে
আমাকে মানুষ কোরো প্রভু ?
ঈশ্বর কি পেরেছেন
রুখে দিতে নষ্ট কুরু প্রান্তর ?
মানুষ আর ঈশ্বরের দ্বৈরথে
একদিন দিগন্তে হয়তো
মিলিয়ে যাবে মানুষ
সেদিন কুরুক্ষেত্রে বিধবা নারীর মতো
পড়ে থাকবেন একা এবং অদ্বিতীয় ঈশ্বর !