পকেটে টাকা রেখে ভুলে যাবার  মতো
তোমাকে ভুলে যদি যাই ?
কেমন আছো অথচ নেই হও তুমি।
অনেক কিছুই  তো হতে পারে—
ভুল করে, না পাওয়া ব্যথার জলে ডুবিয়ে দিয়ে
পরে দোমড়ানো মোচড়ানো হয়ে
অচল হয়ে গেলে,
ওই যাঃ বলে আমার নিজস্ব রোদে শুকিয়ে নিয়ে
আবার বাজারে চালিয়ে দেবার মতো করে
চেষ্টা করতে পারি।
তোমার গর্ব হবে ?
অনেক চেষ্টা করে
তোমাকে আবার তুমি ফিরিয়ে দিলে ?
অথবা কাপড় কাচতে গিয়ে অন্য কেউ
আবিষ্কার করে ফেলে তোমায় ?
সে কি নিয়ে নেবে তোমায় ?
এমনও কি হতে পারে ? সম্ভব‌ ?
নাকি একদিন হঠাৎ করে এসে
আমাকে ফেরত দেবে তোমায় ?
আলোয় মেলে ধরে দেখে নেব ?
আসল না নকল ?
যদি নিঃস্ব হয়ে যাই
তারপর হঠাৎ আবিষ্কার করি ?
দুদিনের রসদ হয়ে নিঃশেষিত হতে চাও নাকি ?
এসব কিছুই আমাদের ইচ্ছা মতো ঘটে কি কখনো
গোপন সঞ্চয় প্রকৃত গোপন হয় যদি ?
এখন এসব এলোমেলো ভাবনা
সময়ের আলো ফেলে তোমার ছায়ায়।