ফেইনমান শ্রদ্ধাস্পদেসু


A science knowledge only adds to the excitement and mystery.... I don't understand how it subtracts.
----- Feynman


শিল্পী গোলাপের তোড়াটি এগিয়ে দিলেন,
“অপূর্ব তাই না ?”
সন্তর্পণে গ্রহণ করলেন ফেইনমান
মিষ্টি সুগন্ধে অর্ধনিমীলিত হোল তাঁর চোখ
তার পর অস্ফুট স্বরে বললেন ,
“আশ্চর্য ! অপূর্ব !“
শিল্পীত একটি বিশেষণ
যেন দ্বিগুণিত বৈজ্ঞানিক দুটিতে
পরিণতি পেলো।
কুঞ্চিত হোলো শিল্পীর দু ভ্রূ।
“ ফেইন তুমি তো বিজ্ঞানী ।
তুমি কি গোলাপ দেখছো ?
নাকি কোনো স্থানিক পরিসরে আবদ্ধ
জৈব রাসায়নিক যৌগ ?”
ফেইনের ঠোঁটে ফুটে উঠলো কৌতুক
চোখ দুটি ঝিকমিক করছে ---
ফেইন বললেন,
"বন্ধু, দেওয়ার সময় তুমি কি এর
সুন্দরটুকু নিজের কাছে রেখে বাকিটা দিয়েছিলে?"
গম্ভীর হলেন শিল্পী ।
এবার ফেইনের পালা ----
" বন্ধু, সত্যিই তোমার মতো করে
ক্যানভাসে ফোটাতে পারি না গোলাপ।
কিন্তু তুমি কি দেখতো পাচ্ছো তার
লক্ষ কোটি কোষের মধ্যে জীবনের খেলা?
তুমি কি দেখতে পাচ্ছো পতঙ্গের চোখে
গোলাপের রঙ ?
তুমি কি জানো এ গোলাপ
তোমার জন্য নয়, পতঙ্গের জন্য রঙিন ?
সুন্দর কি এতোই স্থূল ?
শুধু স্থানিক পরিসরে আবদ্ধ
একটি রঙিন আকার মাত্র ?
নাও, গ্রহণ করো এই গোলাপ !
আণবিক সৌন্দর্য বরং আমার কাছেই থাক !"