দেব দীপাবলীর চাঁদ থেকে জ্যোৎস্না
সমুদ্রে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে
সমুদ্র যত চাটছে, তত মাতাল হয়ে উঠছে
জ্যোৎস্নার ওড়না তার মসৃণ ত্বক থেকে
পিছলে পিছলে পড়ছে।


আজ দেবতাদের স্নান করতে আসার দিন।


সমুদ্র থেকে অচেনা এক দেব
আমার পাশে বেঞ্চে এসে বসে
তারপর জিজ্ঞাসা করে,
বলো, তোমার কিসের দুঃখ ?
আমি পাশের বেঞ্চটা দেখিয়ে দিই
বলি, দুঃখ আজ আমাকে ছেড়ে চলে গেছে,
ওই যে পাশের বেঞ্চটা দেখছেন---
ওখানে সে বসে আছে
ওর কাছ থেকে জেনে নিতে পারেন।


সে মাথা চুলকোতে চুলকোতে চলে যায়
তারপর আর এক অচেনা দেবী
সমুদ্র থেকে উঠে এসে আমার পাশে বসে
আমার দিকে তাকিয়ে বলে,
আজ তোমার ভালোবাসার গল্প শুনবো
বাধ্য হয়ে বলি,
আমার ভালোবাসা আমাকে আজ ত্যাগ করে গেছে
ওই যে ওপাশের বেঞ্চে সে একা একা বসে আছে
আপনি ওর কাছে গিয়ে জেনে নিতে পারেন।


দেবী হতাশ হয়ে ফিরে যায়
আমি তার অপসৃয়মান ছায়ার দিকে তাকিয়ে দেখি
সমস্ত সমুদ্র তট জুড়ে সারি সারি বেঞ্চে বসে আছে
আমার সমস্ত অনুভূতির দল


অদূরে জ্যোৎস্না গোলা  গোপালপুর অন সী !
তটভূমিতে আমি
একা !