হলুবের চোখে মৃত্যু


(  চেক কবি মিরোস্লাভ হলুব কে নিবেদিত )


লোকটা এসে পড়েছে
এখানে আসার কথা নয়
তবুও উটকো এসে পড়েছে
তার দুচোখ ভয়ে বিস্ফারিত
কিছু বোঝার আগেই
লোকটা বিপজ্জনক চিহ্নিত হয়ে গেল
আর তার পরেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেল শরীর
লোকটা পড়ে আছে
চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
লোকটার অনেক কিছু খুঁটি নাটি
লোকটা মরে গেছে
হৃদপিন্ড থেমে গেছে কখন
মস্তিস্কও মৃত
তবু কবি তাকিয়ে আছেন
কবি দেখছেন
লোকটার রক্তকণিকার মধ্যে এখনো
কেমন এলোমেলো হয়ে বেঁচে আছে লোকটা
রক্ত কণা  গুলো কেমন শেষ চেষ্টা করছে
দানা বেঁধে কিছু একটা করার
হেডেন এর ফেয়ারওয়েল সিম্ফনি
বাজতে বাজতে একটা লাইনে যেন
আটকে গিয়ে একঘেয়ে বেজে চলেছে
লোকটা পড়ে আছে
কবি ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন
যেখানে চাপ চাপ রক্ত আছে জমে
আশ্চর্য, রক্তটা যেন লোকটার শরীর থেকে
বেরিয়ে এসে কোনো গল্প বলছে
কবি শুনছেন কান খাড়া করে
প্লেটলেট থেকে বেরিয়ে আসা
ফোসফোলিপিড, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন
এরা সব এখনো জানেনা লোকটা কোথায়
তারা একজোট হয়ে চেষ্টা করছে
রক্ত বন্ধ করে লোকটাকে বাঁচাতে !
রক্ত কণিকার চারপাশে সিরাম
সেখান কবি দেখলেন এখনো
খুব মৃদু সংকেত টিপ টিপ করছে
পিটুইটারি গ্ল্যান্ড থেকে লিভার এড্রিনালের সংকেত
থাইরয়েড থেকে কোষে কোষে পৌঁছে যাবার সংকেত
প্যানক্রিয়াস থেকে লিভারের সংকেত
কবি দেখলেন এখনো যেন টিপ টিপ করছে সংকেত
লোকটা মরে পড়ে আছে
অথচ অন্তর্গত রক্তের মধ্যে চলছে আশ্চর্য এক লড়াই
কবি দেখছেন এখনো
এনডরফিন লোকটার যন্ত্রনা কমাবার জন্য চেষ্টা চালাচ্ছে।
কবি দেখছেন লোকটার মৃত্যু
আর অগণিত কোষের মধ্যে জীবনের স্রোত
কেমন আলাদা ভাবে চালাচ্ছে জীবন সংগ্রাম
লোকটা মরে গেছে ?
অথচ কবি দেখছেন
এই ছড়ানো রক্ত স্রোতে লোকটা খুঁজছে নিজেকে
এখনো সম্ভব লোকটার শুক্রাণু নিয়ে
কোনো নারীকে গর্ভবতী করা
একটা গোটা মৃত্যু নয়
কবি দেখছেন অসংখ্য ছোট ছোট মৃত্যু
দেখতে দেখতে সমস্ত হত্যাকারীদের জন্য
কবির বড় অনুকম্পা হোল
ভাগ্যিস তাদের একটা মৃত্যুই দেখতে হয়
এত মৃত্যু কি সহ্য করা যায় ?