জন্মদিন


To profit most from existence, man must live most dangerously.
----Nietzsche


প্রথম জন্মদিন আর
শেষ জন্মদিনের মাঝে
এক ফোঁটা অশ্রু
পদ্ম পাতায় টলটল করে।
বসন্ত আসে, বসন্ত যায়
দখিন সমীরে থিরিথির কাঁপে
পদ্ম পাতা।
সন্ধ্যা ঘনালে
এক একটা তারার মতো
ফুটতে থাকে স্মৃতির আড়ালে লুকোনো
ফুরোনো জন্মদিন।
বহু দূর থেকে নিভে যাওয়া তারার মতো
ভেসে আসে পুরোনো জন্মদিনের আলো।
কখনো দিগম্বর, কখনো কোট প্যান্ট পরে
হাত নাড়ে জন্মদিন,
দার্শনিকোচিত কোনো প্রজ্ঞা এক
দান করে আমায়
একে একে দিগন্তে বিলীন হতে থাকে।
আমি হাসি
বড় নিরাপদে কেটে গেল কাল,
প্রথম জন্মদিন থেকে শেষ জন্মদিন---
মালায় গাঁথতে থাকে জীবন,
একদিন মালা গাঁথা হলে
বসন্ত এসে পরিয়ে দেবে মালা
হু হু হাওয়ায় নাচবে পদ্মপাতা
তার বুকের থেকে টুপ করে
ঝরে যাবে অশ্রুবিন্দু এক।
হে জন্মদিন,
বড় নিরাপদে কেটে গেল জীবন !