এক গ্লাস স্বপ্ন কিংবা স্মৃতি
এক চুমুকে সাবাড় করে দিলে
খোলা জানলার ওপাশে কারা
উঁকি ঝুকি মারে
তারা সব এক একটা জাহাজের মতো
একবার চাপলে
মাঝ সমুদ্রে ঢেউ খায়
তখন বাড়ি, ঘর প্রতিবেশী সব
দূরের উপকূলের মতো মিলিয়ে যায়
রাতের আকাশে ঝকঝকে সূর্য
চোখে জ্বালা ধরিয়ে দিতে থাকে
নির্জন সমুদ্রের কোলাহলে
কান পাতা দায় হয়
সব অতীত, আর ভবিষ্যত
এসে বর্তমানের গলা টিপে ধরে
নিজস্ব সময় কাল
ছুটে পালিয়ে গিয়ে
পোষা পাখির মতো
কোন এক প্রান্তরে জমা হয়
সেখানে কাজের খোঁজে বসে আছে
কত নিরন্ন মানুষ
তারা আমার কবিতাকে খোঁজে
আমার কবিতা খুঁজে পায় না যাদের