কবির কবর


মূল রচনা অরুণ কামাল
রূপান্তর : নির্ঝর মুখোপাধ্যায়


গম্বুজহীন খিলান বিহীন


মাটির থেকে একটু জেগে
ঐ যে কবির কবর।
যেন মাটির ওপর ঘুমিয়ে পড়েছে কেউ ।


বৃষ্টি, শিশির, সূর্যালোক
সারা পৃথিবীতে যেমনই পড়ছে, পড়ে
বঞ্চিত নয় কবির কবর কিছুর।


দুপাশে দাঁড়িয়ে দুটো নিম গাছ


ছেলেরা খেলে, চড়াই লাফায়
ছাগল ছানারা চরে


সন্ধ্যা নামলে সারা মহল্লা একত্রে জড়ো করে
কাঁচের চুড়ি, ভালুকের খেলা
ডুগডুগি বাজে সুরে।


লাড্ডু ওয়ালা লাড্ডু বেচলে
খেয়ে পস্তায় কেউ
না খেয়ে তাকিয়ে যারা পস্তায়
তাদের দেখে না কেউ।


রাত নেমে এলে  ক্লান্ত ভিখারি
কবরের পাশে শুয়ে
কখন কে জানে ঘুমের
কোলেতে অজান্তে  ঢোলে পড়ে।


কবি সব শোনে
কবরের নিচে কান খাড়া করে 
সব কিছু শোনে কবি---
প্রতিটি পায়ের প্রতি পদধ্বনি
পতঙ্গের ওড়া উড়ি
মাটির মধ্যে ডুবে যাওয়া যত
ধুলো বালি --- তার ধ্বনী
আকাশের বুকে ঘুড়ি ওড়া উড়ি
কারো হাহাকার কারো হিহিকার
সব কিছু শোনে কবি।


এ শুধু এক কবির কবর
বসন্ত আনে মধুবাত
দুপাশে শুধু দুটো নিম গাছ
খেলা করে দিনরাত


( অরুণ হিন্দী ভাষী কবি।তিনি পাটনা বিশ্ববিদ্যালয় এর সায়েন্স কলেজের ইংরেজির অধ্যাপক। সাহিত্য একাডেমি পুরস্কার ছাড়াও অন্য বহু সম্মানে ভূষিত।
কবিতাটি বিখ্যাত গজল ও নাজম রচয়িতা নাজির আকবরবাদির প্রতি উৎসর্গ করা হয়েছে।)