অনলাইনে রয়েছে মেয়ে ,
ছেলেটি দেখে আকুল হয়ে
চেয়ে রয়েছে
             ফোনের দিকে।
কাল রাত্তিরে যে কবিতা
লিখেছিল সে স্বপ্ন দেখে জেগে উঠে,
সে কবিতা পড়বে কি আজ সেই মেয়েটা ?      
কি যেন বেশ স্বপ্ন ছিল ?
ঘুমের থেকে ধড়মড়িয়ে জেগে উঠে
পোড়া কপাল সবই গেল ভুলে ছেলেটা
শুধু একটু বৃষ্টি পড়ার শব্দটুকু
কানের মধ্যে তখনও হালকা বেজেছিল।
স্বপ্নে পাওয়া কবিতাটা হারিয়ে ফেলে
মনে ভীষণ দুঃখ হল।
দুখের মাঝে ডুবে গিয়ে
যেই লেখাটা শুরু করল,
কি আশ্চর্য স্বপ্নে দেখা কবিতাটা
ধীরে ধীরে মনে পড়লো।
বাগিয়ে কলম লিখতে গিয়ে অবাক কান্ড
যতই ছেলে লিখতে চায়
কবিতা আসে, লেখাটা কোথায় দৌড়ে পালায়।
স্বপ্ন আসে কবিতা যায়
কবিতা আসে লেখাটা যায়
লুকোচুরির যাহোক একটা কবিতা লিখে
পাঠিয়ে দিয়ে
ছেলেটি বসে ফোনের স্ক্রিনে
উদাস চোখে তাকিয়ে থাকে।
মেয়েটি আসে, অনলাইন এ ঝলক ওঠে
ছেলেটির বুক নদীর মতো ছলকে ওঠে


মেয়েটি কেন অফলাইনে ?
কবিতাটা কি ফিরে গেছে
কাল  রাত্রের স্বপ্নের কাছে ?