Every child has the right to grow up.


---- Leo Messi


বিশ্বকাপ ফাইনাল ম্যাচে
পেনাল্টি কিক নেবার আগে
তুমি ঠিক কি ভাবছিলে ?
গোটা পৃথিবী যখন ভাবছিল
ছেলেটা পারবে তো ?
তুমিও কি তাদেরই সাথে
মনে মন মিলিয়ে ভাবছিলে---
পারবো তো ?
সবাই যা ভাবে তুমিও তাই যদি ভাব
তাহলে কিসের তুমি মেসি ?
আসলে সেদিন ছিল তোমার
দ্রোণাচার্যহীন নিজস্ব এক অস্ত্র পরীক্ষার দিন
সে বিস্তীর্ণ প্রান্তরে
না ছিল দুর্যোধন, না কর্ণ, না মাতা কুন্তী
ছিলে তোমার সামনে তুমি
তুমি চোখ তুলে তাকালে
আকাশ নয়, গোলপোস্টের তেকাঠি নয়
সামনে দাঁড়ানো বিপক্ষের গোলকিপারও নয়
তোমার দৃষ্টি বহু বহু দূরে
ঐ স্টেডিয়ামের লেসার বিমের মতো
ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল
কখনো কেনিয়ার উষর প্রান্তরে
একটি টিউব ওয়েল,
কখনো দূররোগ্য রোগে আক্রান্ত
একটি শিশুর মুখ,
কখনো বিধ্বস্ত সিরিয়ার একটি স্কুলের
ক্লাশরুমে একদল হাসিখুশি বাচ্ছা,
কখনো বা করোনা মোকাবিলায় ব্যস্ত
কোনো হাসপাতালের ওয়ার্ড,
এলোমেলো পায়ে শিশুর মতো  তুমি এলে
তোমার পা ছুঁয়ে বল ঐ ছুটে যাচ্ছে
আমরা দেখছি, সারা বিশ্ব রুদ্ধশ্বাস
তুমি শিশুর মতো হাসছো
আর সবাই দেখছে
কেমন করে গোল দিতে হয়
লক্ষ্য পূরণের গোল
সারা বিশ্বকে ভালোবাসার গোল।