যাদের মন খারাপ
তারা জেনে রাখুন
মনের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।


কোনো লোলচর্ম অসহায় ভিক্ষুক
অথবা অমন কিছু দেখে
মন খারাপ লাগলে
মন তখন নির্ঘাত দু চোখের মাঝখানে
হাজার চেষ্টা করেও
তখন তার নাগাল পাওয়া অসম্ভব
পারলে বিল্বমঙ্গল কিংবা ওয়েদিপাউসের মতো
নিজের চোখে কাঁটা বেঁধান
অথবা মন খারাপ করে বসে থাকুন।


ফাঁকা মনিব্যাগ কিংবা শুন্য ব্যাংক ব্যালান্স দেখে
মন খারাপ হলে
ভয়ের কিছু নেই
মন আপনার হাতের মুঠোয়
অজস্র উপায় আপনার নিজেরই জানা
যে কোনো একটা বেছে নিন
অথবা মন খারাপ করে বসে থাকুন।


মূর্খ শিক্ষক, ঘুষ খেকো অফিসার
গাড়োল মন্ত্রী  --এই সব ছোট খাটো কারণে
মন খারাপ হলে
অস্তমিত যৌবন, পরস্ত্রী, পরপুরুষ
এসব দেখে মন খারাপ হলে
মন কখনো বইয়ের আলমারি
কখনো হাতের মুঠোয়
কখনো বা ব্রহ্মতালুতেও থাকতে পারে


এই সব মন-খারাপি মানুষের দল
মনের স্থায়ী ঠিকানার দাবিতে
একদিন ধর্মতলার মনুমেন্টের নিচে
সমাবেশ ডাকে
উপস্থিত সকলে সকলের কাঁধে রাখে হাত


সকলের সম্মতি নিয়ে
আগামি দিনের কর্মসূচী
সভাপতি ঘোষণা করেন ক্রমে---
নিরন্নের পাতে চাই ভাত
অযোগ্য আধিকারিক  কিংবা
গাড়োল মন্ত্রীর চাই পদত্যাগ
শিক্ষা প্রতিষ্ঠানে চাই শিক্ষার হাওয়া


এসব ঘোষণা চলতে থাকে যখন
সবাই অবাক হয়ে দেখে
আকাশ থেকে বিশাল ডানা মেলে মন
তাদের মাথার ওপর চক্কর মারছে
তার ঠোঁট থেকে ঝরে পড়ছে
রাশি রাশি পারিজাত ফুল
স্বর্গীয় সুষমায় ভরে যাচ্ছে চারপাশ