(রূপান্তর: নির্ঝর মুখোপাধ্যায়)


(দরভিস আরবী ভাষার একজন শীর্ষস্থানীয় কবি হিসেবে স্বীকৃত। তাঁর জন্ম জেরুজালেমে ১৯৭৮ সালে। কুড়িটি ভাষায় তাঁর কবিতা অনুবাদ হয়েছে।প্যালেস্টাইন, ইজরায়েল এর বিবাদ দ্বন্দ্বের মধ্যে বেড়ে ওঠা এই কবি কোনো পক্ষ না নিয়ে বরং মনুষ্যত্বের পক্ষ নিয়েছেন। তাঁর কবিতায় কান পাতলেই শোনা যায় সর্বজন হারানো, দেশ হারানো মানুষের কান্না আর হাহাকার। )


          ১


সংরক্ষিত


আশা ভরসার সিটটা খালি  মনে হল


বসতে গিয়েই  দেখি
একটা হায়নার মতো
“  সংরক্ষিত ” শব্দটা সেখানে বসে


( আমি বসিনি, কেউই বসেনি )


সিটটা সবসময়ই সংরক্ষিত ।


                 ২


কতগুলো ?


একটু ভালো করে ঘুমোতে গেলে
আমার ক‘টা বেডরুম চাই ?
দুদন্ড বসতে গেলে
আমার ক‘টা চেয়ার চাই ?
হে আমার দূরবর্তী দেশ
তোমার কাছে হেঁটে হেঁটে ফিরে যেতে
আমার ক‘টা রাস্তার  দরকার ?
এই আমি চললাম
আর আমি ফিরছি না।
এবার তোমার পালা—
আমাকে খুইয়ে
এবার তুমি কাঁদ,
প্রেমে পাগল হয়ে যাও,
ভয়ে শিউরে ওঠো।
এবার তোমার পালা
আমাকে খুঁজতে থাকো।


               ৩


আমার কোনো দাবী নেই


*


আমি ছাড়া আমার কোনো  শত্রু নেই
এক দুঃখী, পিয়াসি আমিকে
এক ছেঁড়া  কাঁথায় শুইয়ে
ঘুম পাড়িয়ে রেখেছি।
সে সর্বদাই প্রস্তুত  
তুচ্ছতম বিবাদেও
নিজেকে ছিন্ন ভিন্ন করে রক্ত ঝরাতে  ।
শত্রুর যাতে কোনো অসুবিধে না হয়
তার জন্য সব কাজ
আগে থেকে করে রেখে
সে প্রস্তত।


আমি ছাড়া আমার কোনো  শত্রু নেই।


*


আমি ছাড়া আমার কোনো বন্ধু নেই
অস্বীকার করছি না যে
আমার মধ্যে যাদের স্থান দিই
তারা তো সবাই আমিই।
আমাকে ভাঙতে থাকি
আমি,আমি,আমিতে।
তারপর একটা একটা করে
আমিকে হারাতে থাকি,
ঠিক যেভাবে মানুষ হারিয়ে ফেলে নিজেকে।


আমি ছাড়া আমার কোনো বন্ধু নেই।


*


এই সদা সঞ্চারণশীল  কল্পনা  ছাড়া
আমার কোনো সঙ্গী নেই।
যখন সে এই পৃথিবীর ওপর
হেঁটে বেড়ায়
তোমরা তাকে স্বপ্ন বলে ডাকো।
যখন সে মাথা নিচে, পা ওপর করে হাঁটে
তোমরা তাকে বিভ্রম বলে ডাকো।
আমার স্বপ্ম, আমার বিভ্রম,
প্রতি রাতে মিষ্টি করে আমার মরে যাওয়া
এরা ছাড়া আমার কোনো সঙ্গী নেই।


*


যাদের হারিয়ে ফেলেছি যুদ্ধে,
যারা নির্বাসিত হয়ে
স্বর্গ কিংবা নরকবাসী আজ,
তারা ছাড়া আমার কোনো পরিবার নেই।


যারা ভূল করে কবরে শুয়ে আছে আজ,
যারা চেনা কোনো প্রান্তরে
নির্বাসিত আজ,
যারা অপেক্ষমাণ সীমানা প্রান্তরে,
নিহত হয়েছে যারা সমূদ্র সৈকতে
তারা ছাড়া আমার কোনো পরিবার নেই।


আমার ছাড়া কারো কোনো পরিবার নেই।


*


আমার কোনো দেশ আছে
এমন কোনো দাবী নেই।
কবিতা আর জলের আন্দালুস—
সেই তো আমার দেশ।
আমি হারিয়ে  ফেলেছি সেই দেশ
আজও হারিয়ে চলেছি সেই দেশ
হারাতে হারাতে পাচ্ছি
আমার হারানো সেই দেশ।


হারানো ছাড়া অন্য কোন দেশের
আমার কোনো দাবী নেই।