It is a great thing to be able to see what is right under your nose.
___  Dwight  Macdonald


নাকের ঠিক নিচেই কী রয়েছে?
দেখবার চেষ্টা করলে
ট্যারা হতেই হবে।
দৃষ্টি তখন অক্ষচ্যুত হবে
এবং অবশ্যই বস্তুটিকে ঝাপসা দেখাবে।
তবে একটা বাঁচোয়া
সাধারণত নাকের ঠিক নিচেই
গোঁফ ছাড়া অন্য কিছু বসে না ।
মহিলা হলে তারও সম্ভাবনা নেই।
(অনেকের অবশ্য কালো তিল থাকে।)
এখন গোঁফটিকে দেখতে গেলে
যেহেতু টেরিয়ে যাবেন
তাই ভালো হয়‌ আমরা যদি
বিশ্বস্ত কোনো আয়নার সামনে দাঁড়াই
এবং ভয় না পেয়ে নিজের দিকে তাকাই।
এমন হতে পারে
আবিষ্কার হল
মা দুর্গার পায়ের নিচে থেকে পালিয়ে এসে
দিব্যি সবার মধ্যে মিশে গেছি।
অথবা কনসেন্ট্রেশন ক্যাম্পের গণহত্যার রক্ত
হাত থেকে মুছে নিয়ে দিব্যি করপোরেট হাউসে
মোটা মাইনের চাকরিরত।
এই জন্যই নাকের ডগার কিছু
কেউ দেখতে চায় না।
কেউ আয়নার কাছে যেতে চায়না।
কিন্তু মুশকিল হল যে
যা কিছু নাকের ডগায় থাকে
তাই মানুষকে অবাঞ্ছিত সুড়সুড়ি দেবেই
আর তখনই একটা হাঁচির পরে
পেট থেকে বেরিয়ে আসবে
একটা টুনটুনি পাখি
আর অলক্ষ্য থেকে
নাকের ওপর একটা নিখুঁত তলোয়ারের কোপ।
নাক-কাটা রাজারে
দেখতো কেমন সাজারে!