তুমি বুদ্ধিজীবী ?
তুমি কবি ?
তুমি নগরপাল ?
তুমি শিক্ষাবিদ ?
তুমি নাট্যকার ?
দেখো, এক গাছা চুলও  
ছিঁড়তে পারো কিনা !
এই তো বুদ্ধিজীবী আর কবি নিয়ে
কমিটি গড়েছি----
তারা আমাকেই নির্বাচিত করেছে
মানবিকোত্তম !
ওই তো শিক্ষাবিদ
তারা আমাকে দিয়েছে
ঝুড়ি ঝুড়ি সাম্মানিক ডক্টরেট !
ঐ যে নাট্যকার
আমার জীবন নিয়ে লিখেছে নাটক!
সে নাটক রোজই
চলছে রমরমিয়ে পূর্ণ প্রেক্ষাগৃহ !
ওই যে প্রকাশক
দেখো করেছে আমার দুই শত
বইয়ের প্রকাশ !
তুমি নগরপাল ?
ভয় পেয়েছো ?
কিচ্ছু চিন্তা নেই
তোমার জন্য করবো অবস্থান !
তুমি নেটিজেন ?
ফাটাবে ফেসবুক, টুইটার করে ?
দেখো এক গাছা চুলও ছিঁড়তে পারো কিনা।
এসব বলতে বলতে
এগোতে থাকেন তিনি
পদগর্বে কাঁপতে থাকে মাটি
আর ঠিক সেই সময়
নীরেনদার উলঙ্গ রাজা থেকে
উঠে এসে পথ আগলায় ছেলে।
ছেলেটি বলে,
এই রাজা তোর চুল কোথায় ?
বিহ্বল রাজা দেখেন
মাটিতে গড়াগড়ি খাচ্ছে
তার মুন্ডিত মস্তক
আর সেটা নিয়ে গেন্ডুয়া খেলছে
বালকের দল।