এখন কিছু দিন
হোয়াটসআ্যপ গ্রুপে  ঘুরবে
আমার নীল টি শার্ট পরা
শিমুল তলার ছবিটা,,,,
আমিতো ক্রপ করেই দিয়েছি
তবু বিমলেন্দু লিখবে,
নির্ঝরকে দেখেছিস
শালা নির্লজ্জ ,
বয়েস তো যথেষ্ট হল।
শান্তিনিকেতন থেকে শ্রীময়ি
ফরোয়ার্ড করে দিয়ে লিখবে,
যাই বলিস ব্লু টিশার্টটা পরে
ওকে কিন্তু হেভি স্মার্ট লাগছে।
শুধু সুখ টুকু ক্রপ করে নিয়ে
এ ফোন থেকে ও ফোন
ভাইরাল হবে
কিছু পুরোনো ব্যাথার ইতিবৃত্ত।
তুমি অবাক হবে
হয়তো একটু মুচকি হাসি
খেলে যাবে ঠোঁটের কোণে।
এমনকি ভাবতেও পারো
এসব আসলে আমারই হাতযশ।
অপেক্ষা করবে কতক্ষণে
বন্ধুরা অন্য কোনো মুখরোচক কিছু নিয়ে
ব্যাস্ত হয়ে পড়ে।
তারপর সব থিতিয়ে গেলে
তুমিও ফিরে যাবে নিজস্ব পরিসরে।
আমার ব্যাথার পাখিরা তখন
ফিরে যাবে
আমার নিজস্ব সাইবেরিয়া।