Man is an incorrigible genealogist, who spends his whole life in search of a father.


( Don Cameron Allen,
𝒯𝒽𝑒 𝓁𝑒𝑔𝑒𝓃𝒹 𝑜𝒻 𝒩𝑜𝒶𝒽, 𝒰𝓇𝒷𝒶𝓃𝒶 𝐼𝐼𝐼, 1949)


আকাশের দিকে হাত বাড়িয়ে বলি,
হে ঈশ্বর, আমি উচ্চ বংশীয়,
নচ্ছার পরিবৃত হয়ে বড় কষ্টে আছি
আমাকে একজন মনের মতো পিতা দিন।
কিছু না হলে, আমার ইতিহাসটা
অন্তত একটু ঘেঁটে দিন।
তথাস্তু বলে তিনি
একজন ভদ্রলোককে পাঠালেন বটে
তবে সবাই ধরে ফেললো
লোকটা আসলে একটা জালি মাল।
হতাশ হয়ে আবার পিতৃলোকের দিকে হাত বাড়াই
বলি, শুনছেন প্রভু একটা ভালো বাবা দিন
মৃদু হেসে তথাস্তু বলে
একজন আপনভোলা গোছের লোক
পাঠালেন বটে
কিন্তু এসব বাপকে দিয়ে কাজ মেটে ?
ফিরে যাই আর একবার পিতৃলোকে
এবারে বিরক্ত হয়ে তিনি বললেন,
ঠিক আছে ভোট দাও।
কিন্তু আমার তো একটাই ভোট
নচ্ছাড়গুলোরও একটাই ভোট
এত প্রেম নিয়ে বসে আছি
আমার একটা প্রেমিক চাই
এত একা, আমার একটা সাথী চাই
এত মান আমার
একটা মর্যাদার বংশ পরিচয় চাই
চারদিকে এত ছোটোলোক
একটা সংরক্ষণ পলিসি চাই
এত কিছু চাই
অথচ একটাই ভোট দিলেন প্রভু ?
শস্য ক্ষেতে পাকা ধানের মতো ফলে আছি
হে, ঈশ্বর কাউকে পাঠান প্লিজ
ফসল তোলার কাজে।