কতবার মাথা ঘুরে পড়ে যেতে যেতে
কিছু একটা ধরে ফেলেছি
কখনো ল্যাম্প পোস্ট
কখনো কোনো বন্ধুর বাড়িয়ে ধরা হাত।
সবাই বলেছে প্রেসারটা একবার চেক করিয়ে নিও
হাঃ যেন প্রেসার চেক করলেই সেরে যাবে সব।
কতবার টলতে টলতে তোমার দরজায়
হাজির করেছি নিজেকে
মাথাকে বলেছি ঘোর
এবার বন বন করে ঘোর
চোখের সামনে সব ঝাপসা হয়ে যাক
মিলিয়ে যাক সব
দুনিয়া রসাতলে যাক
তাহলে হয়তো দরজা খুলে যাবে
এগিয়ে আসবে একটা বাড়িয়ে দেওয়া হাত
তারপর না হয় প্রেসারটা চেক করে নেব।
বার বার মাথা ঘোরে
টলে যায় সব
কেউ না কেউ বাড়িয়ে দেয় হাত
পড়ে যেতে যেতে কোনো  মতে বেঁচে যাই ফের।
মধ্যাহ্নের সূর্য হাসে
রাতের নক্ষত্ররা হাসে
গাছপালা, নদী নালা,পশু পাখি সবাই
হেসে উঠে বলে,
দেখ, দেখ লোকটা কেমন জাতে মাতাল তালে ঠিক।
সময় পিছলে যায়
সে পড়ে যাবার আগেই
কে যেন বাড়িয়ে দেয় হাত
আমরা দুজন পাশাপাশি চলি
আসে না শুধু প্রসারিত প্রত্যাশিত একটি হাত।