অনেক সেলফি তুলেছো,
আজ এসো, ফোনটা আমাকে দাও
আমি তোমার একটা অন্য ছবি তুলে দিই।
না, পিছনে কোনো শপিং মলের
ঝকমকে দোকান নয়,
কোনো রেস্তোরাঁয় বর্ণময় খাবারের প্লেট নয়,
পিছনে তাজমহল, কলকাতার পুজো প্যান্ডেল
কিংবা কাঞ্চনজঙ্ঘাও নয়—
অনেক খুঁজে একটা পরিত্যক্ত ল্যাম্পপোস্টের
পেয়েছি সন্ধান ।
সেটার সামনে এসে দাঁড়াও
ও অনেকটা তোমারই মতো
পরিত্যক্ত, নিভে গেছে কবে
শুধু একটাই তফাৎ
ওর একটা মনের মতো সঙ্গী প্রয়োজন।
তুমি এসো, সামনে দাঁড়াও
ওর হয়তো মনে পড়বে
ওর সীমিত পরিসরে যতটুকু সাধ্যে কুলোয়
ততটুকু আলোকিত একটা রাস্তা ছিল।
ওর হয়তো মনে পড়বে
ওরই মাথায় ছিল
ছানা পোনা সমেত কোনো
মামুলি পাখির সংসার।
ওর সঙ্গে একটা দুটো কথা বলো
ভালো লাগবে তোমার।
হয়তো তোমারো মনে পড়ে যাবে
পুরোনো কিছু কথা।
আমি অপেক্ষা করবো
তোমার একটা অন্য ছবি তোলার


ফোনটা আমাকে দাও
ফোকাস করি তোমায়