We live between oblivion and memory.
   ----Octavio Paz


তোমাকে ভুলে যাওয়ার থেকে
তোমাকে মনে করার পথে হাঁটতে গিয়ে দেখি
দাঙ্গা ,লুঠ,ধর্ষণ,অগ্নিসংযোগ
সব কিছু অপেক্ষমাণ পথে।
এসব আমি সহ্য করতে পারিনা।
আমি তো সীতা !
সহ্যের আর অগ্নিপরীক্ষায় ক্লান্ত হয়ে
নিজস্ব বাঙ্কারে একটু ঘুমোবার চেষ্টা করি।
বাইরে গুলির আওয়াজ
আমজনতার আর্তনাদ
আমার ঘুম আসে না
লজ্জায় মাথা কাটা যায়।
আমাকে কাপুরুষ বলে ডাকবে ?
আমি কিন্তু শুধু মনে রাখি
ওটাই আমার কাজ।
গুলি, মার, জেল,খুন
এরা আর সব কিছু পারলেও
শুধু মুছে দিতে পারেনা
মানুষের মন থেকে স্মৃতি।
তোমাকে ভুলে যাওয়া থেকে
মনে রাখার পথে অনন্ত পথ যাত্রা আমার।
প্রজন্মের হাতে তুলে দেব
স্মৃতির লিখন !


Do not feel safe. The poet remembrs.
                ---- Czeslaw Milosz