সহজ নয়


হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।


- সঙ্গিনী
শঙ্খ ঘোষ


আমার আছে তোমার নেই
এটা কিন্তু মজা নয়
গবু চন্দ্র মন্ত্রী
কিংবা হবু চন্দ্র রাজা নয়।
তোমার যখন অসুখ তখন
মুখের সামনে আয়না ধরা
অত কিন্তু সোজা নয়।
হয়তো ভাবছো শক্তি তুমি
ইচ্ছে করলে যেতেই পারো
আসলে কিন্তু কোণ ঠাসা
"কেন যাব ?" বলা সোজা না।
এই যে দেখছো নেই নেই রব
ভাবছো কবে হবে বিপ্লব
চোখটি বুঝে বসে থাকাটা
অতই কিন্তু সহজ না।
উন্নয়ন তো বেশ হয়েছে
সবাই তো আর ভাগ পায় না
বাবুরা তো সুখেই আছে
রাজার কোনো নেই ভাবনা,
রাজা মশাই, রাজা মশাই
নির্ভাবনায় রাজ্যপাট
চালানো কিন্তু সোজা না।
একটু ভাবো রাজা মশাই
চোখের সামনে অনেক পথ
সারা জীবন নির্ভাবনা
বইতে পারা সহজ না।