একলব্য দ্রোণকে বললেন,
আপনিতো আমাকে অনলাইনে শিখিয়েছেন
তাহলে অত সাঙঘাতিক গুরু দক্ষিণা
চাইলেন কেন ?
আমার বুড়ো আঙুলটাই নিয়ে নিলেন ?
এখন আপনাকে একটু যে কলা দেখাব
সে উপায়টুকু পর্যন্ত রাখলেন না।
শুনে দ্রোণ মহা চটে গেলেন।
বললেন, দেখো একু
আমি জানি তুমি কি মিন করতে চাইছ।
কিম্তু জেনে রেখো
আমি কিন্তু মোটেই দূর্নীতিগ্রস্ত নই।
ইন ফ্যাক্ট, অমন যে ধৃষ্টদ্যুম্ন,
ওর হাতে আমার মরণ লেখা আছে জেনেও
আমি ওকে শিক্ষা দিতে রাজি হলাম।
এটা কি দূর্নীতিগ্রস্ত হলে সম্ভব হোতো ?
একলব্য হেসে বললেন,
ওইখানেই তো ট্রাজেডি স্যার
যাকে শেখালেন , প্রিয় শিষ্য করলেন
তার বিরুদ্ধেই লড়তে নামলেন।
এ খেলার নিয়মই এমন----
যে আপনাকে মারবে
তাকেই নিজের হাতে গড়তে হবে।
একলব্য চলে গেলে
দ্রোণ তাকিয়ে রইলেন সেই দিকে
আর ঠিক তখনই পৃথিবী
বিপদ সংকেত-সাইরেনের আওয়াজে ভরে গেল।
দ্রোণ একটা দীর্ঘশ্বাস ফেলে
কিছুটা নিশ্চিন্ত বোধ করলেন
এখনো ভেরী বাজেনি
তাহলে এখনো আছে সময় !
প্রস্তুত হয়ে শিক্ষালয়ের দিকে পা বাড়ালেন দ্রোণ