সব শালাকে দেখে নেবো
হারামির দল
লড়কে লেঙ্গে অমুকস্তান....
বেজে উঠেছিল ভেরী
তারপর শুরু হলো যুদ্ধ


ছেলেটা পিঠে করে নিয়ে যাচ্ছিল
তার ছোটো ভাইয়ের দেহ
কবরখানার দিকে
পথে এক সৈনিক বলেছিলো
ওকে নামিয়ে রাখ খোকা
না হলে হাঁপিয়ে যাবি
খোকা বলেছিল
ও ভারী নয়, ও আমার ভাই
সৈনিকের চোখে তখন
নেমেছিল ঢল
তখন যুদ্ধ চলছিল...


পথে সার সার যুদ্ধবন্দী
সামনে উদ্ধত বন্দী-সেনানায়ক
রাস্তার দুধারে স্বামীহারা সন্তানহারা
মেয়েদের দল থুতু ছেটাচ্ছিল
শত্রুসেনাদের মুখে
লাইনের শেষে হাঁটছিল
আহত মুমূর্ষু বন্দী-সেনাদের দল
যন্ত্রণায় নীল তাদের দেহ
হতাশায় নুয়ে পড়া মাথা
মুহূর্তে নেমে আসে এক আকাশ নীরবতা
মেয়েদের চোখের কোণে জল
ততক্ষণে যুদ্ধ শেষ