আমি বক্তৃতা দিলে
ছুঁচোর ডাকের মতো
ক্যামেরা ক্লিক ক্লিক করে
আমার বড় পছন্দ এই শব্দ
পুষ্পবৃষ্টির মতো ঝলকে ঝলকে পড়ে
ফ্ল্যাশ লাইটের আলো
আমার বড় ভালো লাগে
গায়ে পুলক লাগে, চোখে ঘনিয়ে আসে ঘোর
আমি ওদের আশীর্বাদ করি
নিজেকে বিজ্ঞাপিত করি
ওদের কাগজে, চ্যানেলে ভরে যায় ছবি
মহামান্য সম্রাট নিরোর মতো
পুষে রাখি নিজস্ব সেনা
উঁচু বেদি থেকে উঁচু চিৎকার করি
"কি ঠিক বলছিতো ? "
কার ঘাড়ে কটা মাথা যে বলে,
" নাআআআ, আসলে কিছুই ঠিক নেই "
তারা মুহূর্মুহু করতালিতে
আমার প্রাণ ভরিয়ে দেয়
দু একটা হতচ্ছাড়া অবশ্য বলে
Surrounded by cliques and applauded by claques
সে বলে বলুক
ওদের কথা বোঝে ক'য় জনায় ?
শুধু একটা জিনিসেই বড় ভয় করে
এইসব মাথামোটাদের দল
যদি কোনোদিন গুলিয়ে ফেলে সব
হাততালির জায়গায় নীরব থেকে
আমাকে কাঁদতে দেখে
দিয়ে ফেলে তালি !