.".....someone else warned me that I would never change men's minds, and I answered that I did not need to : it was enough to change women.
------Eva Figes ( Patriarchial Attitude )


রণে রণে এয়ো হব


ছুন্নি মাসি, একা থাকে
অনেক আরশোলা, কিছু লেংটি ইঁদুর
হাঁপের টান, পাড়ার সবার জন্য দুশ্চিন্তা
সিঁথিতে চওড়া সিঁদুর
এই সব নিত্য সঙ্গী করে,
স্বামীটি কেবল অন্য মেয়ের সাথে।
আমি গেলেই পাশে বসিয়ে
চিবুক ধরে আদর করে
আলতো একটা চুমু
এত সুন্দর ছুন্নি মাসি
সারা জীবন নিজেকে কেবল
কালো কুচ্ছিত আপদ বালাই
ভেবেই গেল ভেবেই গেল
তোমাকে পাল্টাতে হবে ছুন্নি মাসি।


জনে জনে সুয়ো হব


এ্যঙ্গলো পাড়ার মিসেস রোজ
সব সময়ে চিল চিৎকার
ঠোঁটের কোণে সস্তা সিগার
ছিটের তৈরী ফ্রক পকেটে
গোল পাকানো রেসের বই
গুরু নিতম্ব, স্তনভারানত
শেয়ার বাজার, ঘোড়ার মাঠে
অফিসের বস, স্বামীর কাছে
সারা জীবন হেরেই চলেন হেরেই চলেন
ছুটির শেষে মুচকি হেসে
পাশে আমার এসে বসে
যখন বলেন, মাই সন
তখন দেখি চোখতে তার
হাজার তারার ঝিকিমিকি
তোমাকে পাল্টাতে হবে মিসেস রোজ।


আকালে লক্ষী হব


ইকোনকিক্সের নীলিমাদি
কলেজ থেকে ফিরে এসে
আলমারিতে চোখ বোলান
মদের বোতল খালি হলে
স্বামীর হাতে টাকা তুলে দেন
এমনি করে সারা জীবন
শান্তি কেনার মূল্য গোনেন
অর্থনীতির ইতিহাসে
নীলিমা হাঁটেন উল্টো পথে
তোমাকে পাল্টাতে হবে নীলিমাদি।


সময়ে পুত্রবতী হব


বারো ক্লাসের নুরজাহান
সংস্কৃতয় অনার্স চায়
নিয়ামত তাই তাড়াতড়ি
বিয়েটা মেয়ের দিয়েই দেয়
কলেজ থেকে অনেকদূরে
বিয়ের একটা বছর পরে
নুরজাহানের বাচ্ছা হয়।
বাপের বাড়ি নুরজাহান
এখনো এলে বন্ধ ঘরে
বইগুলোকে কোলে করে
ছেলের মতোই আদর করে।
তোমাকে পাল্টাতে হবে নুরজাহান।