অত শান্তি শান্তি করো কেন ?
আমি কি তোমার বনলতা সেন ?
এক দন্ডেরও শান্তি দেব
এমন কি আমি বলেছি কখনও ?
অনুপ্রেরণে এনেছি জোয়ার
এত দিই তবু মন পাওয়া ভার
খাদ্য, নাট্য,বাদ্য,মদ্য
হাজার হাজার লিখেছি পদ্য
পুরস্কারও কম তো পাইনি
তবুও ভোটেতে চাইছ বাহিনী?
দুনিয়া জুড়ে করি উৎসব
তবুও অবোধ শিশুর মতো
চারিদিকে তোলো গেল,গেল রব।
এখন আমার নির্বাচন
একটু আধটু হবেই এমন
লোক লস্কর সৈন্য বাহিনী
কিছুই  তো আর বাকি রাখিনি।
উনিশটা মোটে পড়েছেতো লাশ
দেখোনিতো কাকে বলে সন্ত্রাস !