।।১।।


বেড়িয়ে ফিরছি
আমাদের গাড়ির সামনে ছুটছে
কিছু ভালো লাগা
পিছনে তাকাতে ভয় হয়
গাড়ি চালু ইস্তক
কিছু পিছুটান স্টেপনির মতো লেগে আছে
ড্রাইভারকে বলি,
একটু আস্তে চালাও ভাই
সামনের ওটাকে ধাক্কা দিও না
ওভারটেক ও করতে হবে না
শুধু ওর পিছু পিছু চলো
আর তো কয়েকটা ঘন্টা মাত্র ....


          ।।২।।


কলমটা এলিয়ে শুয়ে আছে খাতার ওপর
যেন কৃষ্ণের বুকের ওপর আসক্ত রাধা
আমার দিকে এক মোহিনী দৃষ্টি হানছে
আমার সমস্ত মন চাইছে
আমি ছুটে যাই
ওকে আদর করে তুলে নিই হাতে
ও যেন আমার হাতের স্পর্শে
আমার নিজস্ব এক রাধা হয়ে উঠুক
তারপর আঁচড়ে কামড়ে রক্তাক্ত করুক
কৃষ্ণের চওড়া বুক
এঁকে দিক প্রেমের চিহ্ন
কিন্তু আমি পারি কই ?
কলমকে অভিশাপ দিই
পর জন্মে ব্যর্থ কবি হোস


      ।।৩।।


একজন সৈনিক
রোজ দুটো কাজ নিয়ম করে  করে
এক, প্রার্থনা
দুই, যুদ্ধ
প্রার্থনা করে যুদ্ধ থামার


যুদ্ধ থামে না


ভগবান সেয়ানা আছে
পাছে যুদ্ধ থামলে
প্রার্থনাও থেমে যায়


       ।।৪।।


তোমাকে অন্ধের মতো
হাতড়ে হাতড়ে খুঁজি
কিন্তু তুমিতো ঢেউ
কখন আছড়ে পড়ে শেষ হয়ে গেছো।