বজ্র মার্কণ্ডেয় সংবাদ


রাজা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছেন ---
মানুষ এত সৌন্দর্য কেমন করে সৃষ্টি করতে পারে ?
সুন্দরী নারী রাজার জীবনে
জল বাতাসের মতো সুলভ্য
কিন্তু এই ভাস্কর্য ?
এমন রূপ, এই বিভঙ্গ
আকাশের রামধনুর মতো বিচ্ছুরিত তার রং
কত তো ভুবন বিখ্যাত নৃত্য পটিয়সী
রাঙিয়েছে রাজার জলসাঘর রাতের পর রাত
কিন্তু নাচের এই বিভঙ্গ ?
আজ অবধি কোনো দিন দেখেননি রাজা !
এই ভাস্কর্যের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে
রাজা শুনতে পেলেন যেন সেই নারীর  চারপাশে
বেজে উঠছে এক স্বর্গীয় বীণা,
মৃদঙ্গের ছন্দে মূর্ত এক অপ্সরার নাচ !
নাহ, রাজার মনে হলো
পৃথিবীতে সম্রাট যদি সত্যিই কেউ থাকেন তিনি সেই যিনি পারেন পাথরে ফোটাতে এমন প্রাণ
যে ভাবেই হোক রপ্ত করতে হবে
এই জাদুকরি বিদ্যা।


রাজা নিজে পায়ে হেঁটে পৌঁছে গেলেন
ভাস্করের কুটিরে
প্রণাম করে পায়ের কাছে নামিয়ে রাখলেন
বহুমূল্য অর্ঘ
সবিনয়ে নিবেদন করলেন তাঁর একান্ত বাসনা।


যথোপচিত মর্যাদায় রাজাকে বসতে দিলেন শিল্পী
বললেন, রাজা কই দেখান আপনি কেমন ছবি আঁকেন ?
---ছবি ? কিন্তু আমি তো ভাস্কর্যের পাঠ নিতে চাই ।
---ঠিকই, তবে ওই তার আগে রং, তুলি অঙ্কন
অনায়ত্ত থাকলে কি করে পাথরে ফুটবে রং ?
---কিন্তু আমি তো আঁকতে জানি না।
--- ঠিক আছে রাজা, আমি না হয় আপনাকে আঁকাও  শিখিয়ে দেব।
একটু নিশ্চিন্ত হলেন রাজা।
--- মহাশয় , তাহলে যদি একটু আপনার নৃত্য শিক্ষার পরিচয় পাই ....
---- নাচ ?
আকাশ থেকে পড়লেন রাজা।
--- কিন্তু আমি তো ভাস্কর্যের পাঠ নিতে চাই।
--- রাজন, নাচ না জানলে নর্তকীর বিভঙ্গ কেমন করে ফোটাবেন শুকনো পাথরে ?
--- কিন্তু আমি তো নাচ জানি না ।
--- ঠিক আছে, আমি না হয় আপনাকে নৃত্য বিদ্যাও শিক্ষা দেব।
কপালের ঘাম মুছলেন রাজা।
---সঙ্গে আপনার কোনো বাদ্য যন্ত্র দেখছিনা তো। আপনি কি যন্ত্র বাজান মহারাজ ?
এবার অবাক হতে ভুলে গেলেন রাজা।
--- মহাশয়, বুঝতে পারছি কেন ঐ নর্তকির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে শুনতে পারছিলাম বীণার বাদন‌ আর মৃদঙ্গের সঙ্গত। কিন্তু আমি তো কোনো বাজনা বাজাতে পারিনা ...
--- চিন্তা করবেন না রাজন, আমি আপনাকে না হয় বাদ্য যন্ত্রেরও শিক্ষা দেব।
রাজার ক্রমশঃ মনে হচ্ছিল
মানুষ নয়, তিনি কোনো দেবতার সামনে বসে আছেন।
শিল্পীর এই কুটির যেন এক মন্দির
রাজা আপনা আপনি উঠে দাঁড়ালেন
এ মানুষের সামনে বসা তাঁর অশোভন লাগলো
---- মহাশয় তাহলে দু কলি একটু গেয়ে শোনাতে আজ্ঞা হোক।
কিছুই বললেন না রাজা।
শুধু জোড় হাতে দাঁড়িয়ে রইলেন চুপ।
শিল্পীর মুখে ফুটে উঠলো মৃদু সস্নেহ হাসি
--- তাহলে আর দেরি করবেন না রাজা। নিন আমার সঙ্গে গান সাআআআ....