একটা চাকরি চাইতে গেলে
মিস্টার বোস বলেন,
একটা বায়োডাটা মেল করে দেবেন।
এভাবে মিস্টার ব্যানার্জী,
মিস্টার দে, মিস্টার মিত্রদের কাছে
ক্রমান্বয়ে পাঠাতে থাকি বায়োডাটা।
যাতে চোখে পড়ে তাই মোটা হরফে
সবার ওপরে লিখে রাখি
আমার জীবনের একমাত্র  লক্ষ্যের কথা—
একবার সুযোগ পেলেই
ঐ সংস্থার জন্য আমার সেরাটা ইত্যাদি ।
এখন আমার বায়োডাটা গুলোর জন্য
বড় কষ্ট হয়
বেচারারা আমার জন্যে কি কষ্টটা যে করে!
ওদের গলায় দড়ি বেঁধে
টানতে টানতে নিয়ে যাই।
হাঁড়ি কাঠের সামনে
খাঁড়া নিয়ে খাড়া থাকেন
বোস ,ব্যানার্জী, মিত্তিরের দল।
নিজে হাতে গলিয়ে দি হাড়িকাঠে
ওদের মাথা, যেখানে মোটা সিঁদুরে
লিখেছি আমার পাখির চোখের কথা ।
ওরা একটা শব্দ করে না
নির্বিবাদে গলিয়ে দেয় মাথা।
নিখুঁত এক কোপে ডিলিট হয় মাথা।
আমার লক্ষ্য বিহীন বায়োডাটার ধড়
মাটিতে পড়ে কিছুক্ষণ ছটফট করে
তারপর স্থির হয়ে যায়।
একটু দূরে আকাশের দিকে মুখ করে
অবাক দুটো চোখে অনেক আগেই
স্থির হয়ে তাকিয়ে পড়ে থাকে
আমার জীবনের একমাত্র লক্ষ্য।