এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শুন্য হাত—
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।
—শঙ্খ ঘোষ



এই তো কেমন কমলা রঙের রোদ
এসে পড়েছে আমার সন্ততির মুখে
মানুষের আশীর্বাদ , অভিশাপ
কোনো কিছুতেই মলিন হয়নি সে রঙ।


এই তো কেমন মায়া জাগে মনে
ঘুমন্ত সন্ততির মুখ দেখে মায়া
আমি তো মুণি কণ্ব
পেরিয়ে এসেছি সংসারের
কাঁটা বেছানো পথ
তবু তো মায়া জাগে
শকুন্তলা, শকুন্তলা আমার।


কাল সারারাত  যখন সূর্য উজ্জ্বল
পৃথিবীর আর এক অর্ধে,
তখন রাত জেগে,কাজ করে
সন্ততি আমার,
রাতের অন্ধকারে তখন
চাঁদকে ঘাড় ধাক্কা দিয়ে
আমাদের ছোটো ফ্ল্যাটে
ঢুকে পড়ে কাজ
ওয়ার্ক ফ্রম হোম!


আমার সন্ততি হাই তুলে
চোখ রগড়ে কাজে বসে
বাড়ি থেকে কাজ করে
শকুন্তলা,সন্ততি আমার।


আমাকে এত কিছু দিয়েছো
মাঠ, ঘাট, দুপুরের ঠা ঠা রোদ
বসন্তের হা, হা হাওয়া
আমার সন্ততিকে কেন নি:স্ব করো?


যা কিছু দিয়েছো,
আমাকে নি:স্ব করে দাও,
আমার সন্ততি স্বপ্নে থাক!