হৃদয়ে শিহরণ
রাসেল নির্জন

নক্ষত্রেরা মিটমিটি হাসে,  
মৃদু সুরে ব্যঙ্গ ডাকে ভেজা ঘাসে;
রাত আসে, চাঁদ ওঠে, সুরে ভাসে,  
স্বপ্নে মোড়া নদী, প্রেমের নিদ্রায় তাসে।  
এভাবেই বয়ে চলে, কালে কালে,  
জীবনের নদী, চিরকাল অমলিতালে;
রাতের আকাশে চাঁদের জ্যোতি ছড়িয়ে,  
নদীর জোয়ার নতুন সুরে খেলে!
মন চলে যায় দূরে, উদাসী হাওয়ায়
শান্ত রাতে হৃদয়ে জাগে কিছু;
রাতের গভীরে চাঁদ যে হাসে,
নদী মেতে উঠে ফিরে না পিছু!
মৃদু বাতাসে হৃদয়ে শিহরণ জাগে,  
ছায়া-ছায়া জল ভাসে নিশিথ রাতে;
নদীর জলে খেলে স্বপ্নের ছায়া
জোনাকিরা জাগে চাঁদের সঙ্গীতে!
©Rashel Nirjhon