খুঁজে ফিরি
রাসেল নির্জন
খুঁজে ফিরি সেই চেনা মুখ
ঘোর অন্ধকারে বৃষ্টিময় রাতে,
হারিয়েছি মোর রাঙ্গা কৈশোর
পথে পথে ঘুরে পথের ধূলিতে।
হৃদয় হৃদয়রে দেখে,
তোমার ছবি সদা হৃদয় চোখে।
তুমি-আমি, আমি-তুমি,
কল্পনায় রয়েছি নিবিড় জড়িয়ে;
নদীর দু'তীরে থেকে দু'জনে
বুকে আগলে রাখার আশা নিয়ে।
বেদনায় দু'চোখে অশ্রু কখনো ঝরে,
কখনো হারিয়ে যাই স্বপ্নলোকের তেপান্তরে।
তুমিই আমার অতীত স্বপ্ন,
চলমান বর্তমান, ভবিষ্যতের প্রেরণা;
হয়ে ছিলাম মরুভুমির তপ্ত বালুকণা,
তুমি হেথা দিয়েছ অজস্র বৃষ্টিকণা।
জেগে থাকলে আসো কল্পনায়,
ঘুমিয়ে থাকলে স্বপ্নের ফুলশয্যায়