11 April, 2014
নক্ষত্র
রাসেল নির্জন

ম্লান চোখে রাতের আকাশে
আমি খুঁজে ফিরি সে নক্ষত্র,
ঐ যে দূরে, সে যে
মিটিমিটি করে নীরবে নিভৃত!
মেহগনি পাতার ফাঁকে ফাঁকে
সে নক্ষত্রের হাসির ছটা;
তার মৃদু আলোয় হাঁটতে গিয়ে
পায়ে বিধেছে লজ্জাবতীর কাঁটা!
ঐ যে দূরে আঁধারে
ঘুরে ফিরে জোনাকিগুলো;
জলতরঙ্গ ছুঁয়ে ভেসে আসা
শীতল বাতাসে চুল যে এলোমেলো!
©Rashel Nirjhon