তিল
রাসেল নির্জন

শিউলি ফুলের মত কে তোমায় বিছিয়ে রেখেছে,
নরম হাসির ছোঁয়ায়, সুরভিত বাতাসে ভাসে;
সেই তিলে লুকানো, রহস্যের গভীরতা,
একটি গল্প বলে যায়, ভালবাসার সরলতা।

সুগন্ধী ফুলের মতো, তোমার মুখের কোমলতা
দেখে  মনে হয়, পৃথিবী দাঁড়িয়ে যায়;
কোনো অশান্ত রাতে, তিলের ছোঁয়ায় শান্তি,
তোমার গালগুলো গুলো গুলো হেসে যায়!

দূর থেকে দেখি তোমায় যেন আকাশের তারা,
তোমার সৌন্দর্যের আভা, প্রতিটি রাতে হব সাথী;
মায়াবী তোমার গাল, তিলের স্পর্শে জাদুকরী,
আমার একটি অন্তরে, আসবে কি যদি তোমায় ডাকি!