আমি আজো অপেক্ষা করি তোমার জন্য ,
যদি তুমি ফিরে আসো ওড়নার আড়াল দিয়ে -
মনে আসে আমাদের সোনালি ডানার কথা
   উড়ে উড়ে বেড়াবার কথা ;
শেষে ,সন্ধ্যা ঝিম হয়ে নামে
   ক্লান্ত হয়ে বসে থাকি -
     আমি আজও অপেক্ষা করি তোমার জন্য ,
     তোমার জন্য অপেক্ষার কাল দীর্ঘ হয় -
চলে যায় মাস ,বছর
বদল হয় ঋতুর
আমি অপেক্ষা করি ।


কিন্তু ,
      ঐ যে দেখো-
ঐ বিকেল হল-সন্ধে ঘনিয়ে আসছে দ্রত-
দিন শেষে দেখি মৃত্যু ইশারায় বার্তা দেয় ;
পুরনো চিঠি ,যাবতীয় না পাওয়া প্রেম
অন্ধ কালো বাক্সে জমে থাকে বহুদিন ।
    থাকুক সেখানে । ফোনের নৈঃশব্দ থেকে বহুদুরে ,একা -
এক ছোটো পরি আমাকে তুলে নিয়ে জাই
    ঐ লাবণ্যে ফাঁকা পূর্ণ আকাশের দিকে-


স্বপ্নহীন বেঁচে আছি কিনা তাও জানা নেই -
আসলে মরে গেছি কবে দিব্যি চিৎ হয়ে
    তোমার পাতা ক্লেশহীন বিছানায় ।।