যখন চিতা সাজাবে ,মনে রেখো ;
সারাজীবন খেলাচ্ছলে আমি হেঁটেছি এক নদীর পারে একা-
যে নদী খুব নীরব ,অনন্তগামী ।
যখন চিতা নিবিয়ে দেবে ;দেখো -
নিবিড় করে রাখিনি কিছু ধরে ,
মুঠিতে ছিল একমুঠো ভালবাসা ।
সকল গেলো অন্ধকারে ঝরে ।
রেখে গেলাম কিছু কান্না ভেজা কথা ...